• প্রেম-বিয়ে-পঙ্গুত্ব! বাবা-মা হাত ছেড়ে দিলেও 'ভালোবাসার সংসারে' আগলে রেখেছে স্ত্রী...
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বিশ্বজিৎ মিত্র: ভালোবাসার মানুষের হাত ধরে বিয়ে করেছিলেন দুজনে। বিয়ের একমাস পরেই দুর্ঘটনায় পা বাদ যায় স্বামীর। মা-বাবা ছেলেকে ছেড়ে চলে গেলেও জীবনযুদ্ধে হার না মানা লড়াই লড়ে চলেছে স্বামী, স্ত্রী দুজনে। প্রতিবন্ধী বলে ঘরে বসে না থেকে ক্যুরিয়ার ডেলিভেরি করে সংসার চালাচ্ছেন তারা।

    নদিয়ার হাঁসখালির বগুলার বাসিন্দা সংকৃপা বসু । স্কুল জীবনে দুজনের প্রেম। দুজনেই চেয়েছিলেন, বিয়ে করবেন, সুখে থাকবেন। কিন্তু বিয়ের পরই সংকৃপার দুর্ঘটনায় পা বাদ যায়। দুর্ঘটনার পর ধীরে ধীরে পরিবারের সবাই ছেড়ে চলে যান। কিন্তু স্বামী-স্ত্রী একে অপরের হাত ছাড়েননি। বাড়ি ভাড়া করে সেখানেই সংসার পাতেন স্বামী-স্ত্রী। সেই থেকে লড়াই চলছে দুজনের। ভালোবাসায় তাঁরা বিজয়ী। জীবনযুদ্ধেও তারা জয়ী।

    স্কুল জীবনের প্রেম। ২০২০ সালে প্রেমিকা ইশা বসুকে বিয়ে করেন সংকৃপা।  কিন্তু বিয়ের এক মাসের মাথাতেই একটি দুর্ঘটনায় দু-পা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যান সংকৃপা। বাধ্য হয়ে সংসারের হাল ধরতে টিউশনি শুরু করেন স্ত্রী ইশা বসু। পাশাপাশি এখন সকাল হলেই একটি ছোটো ব্যাটারি চালিত গাড়ি নিয়ে সংকৃপা বেরিয়ে পরেন ডেলিভেরি দিতে। এভাবেই চলছে তাঁদের ভালোবাসার সংসার।

     

  • Link to this news (২৪ ঘন্টা)