• শয্যাশায়ী অবস্থায় ধারালো অস্ত্র দেখিয়ে লুঠ! কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা...
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা। শয্যাশায়ী অবস্থায় এবার রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বাড়িতে চলল লুঠপাঠ! নগদ ১৫ হাজার টাকা ও প্রায় লক্ষাধিক টাকা গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্য বড়তলা থানা এলাকায়। 

    পুলিস সূত্রে খবর, একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউতে উপরে চারমহলা বাড়িতে একাই থাকেন বছর আটষট্টির মুধমিত্র মিত্র। বছর তিনেক আগে মেয়েকে এয়ারপোর্টে ছাড়তে এয়ারপোর্টে পড়ে গিয়েছিল তিনি। এরপর মাস তিনেক আগে ফের পড়ে যান বাড়িতে। ফিমার বোন ভেঙে যায়। সেই থেকে কার্যত শয্যাশায়ী ওই বৃদ্ধা। রান্না-সহ বাড়ির যাবতীয় কাজ করেন পরিচারিকা। কেয়াটেকারও আছে।

    ঘড়িতে তখন সাড়ে এগারোটা। গতকাল, বৃহস্পতিবার রাতে গেট দিয়েই সোজা দোতলায় উঠে যায় দুষ্কৃতীরা। এরপরই শয্যাশায়ী ওই বৃদ্ধাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা ও গয়না লুঠ করেন। কীভাবে? এখনও যা খবর, কোনও পরিচিত ব্যক্তির সুবাদেই রাতে বাড়িতে গেট খোলা হয়। সূত্রের খবর, ঘটনার সময়ে বাড়িতে ছিলেন ওই বৃদ্ধার পরিচারিকা। দুষ্কৃতীরা তাঁর পরিচিত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

    এর আগে, গত বছরের নভেম্বরে সল্টলেক একাকী বৃদ্ধাকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। দিনেদুপুরে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নামে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা ও সোনার গয়না লুঠ করা হয়। শুধু তাই নয়, ইঞ্জেকশন দিয়ে ওই বৃদ্ধাকে তারা অজ্ঞান করে দেয় বলেও অভিযোগ। 

  • Link to this news (২৪ ঘন্টা)