• জিরো পয়েন্টে বিএসএফ জওয়ানদের উপর বাঁশ-ইটের হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের! গীতালদহ সীমান্তে উত্তেজনা
    প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: দিনেদুপুরে এবার বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক বিএসএফ জওয়ান। আজ শুক্রবার কোচবিহারের গীতালদহ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর এপাড় ও ওপাড় বাংলার নাগরিকদের মধ্যেও উত্তেজনা দেখা যায়। পরে বিএসএফ ও বিজিবির জওয়ানরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ দুই বাংলার সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় কিছু বাংলাদেশি দুষ্কৃতীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। হরিদাসপুর খামার এলাকায় টহলহারি বিএসএফ জওয়ানদের সেটি নজরে আসে। সরে যেতে বললেও তাঁরা সেই কথা কানে তোলেননি। বাধ্য হয়ে জিরো পয়েন্টে পৌঁছে যান কয়েক জন বিএসএফ জওয়ান। অনাগতদের সরে যাওয়া তো দূরের কথা। বিএসএফ জওয়ানদের উপর হামলা চালানো হয়।

    বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে বাঁশের টুকরো, ইট ছুঁড়তে থাকে। ইট, বাঁশের ঘা এক বিএসএফ জওয়ানের মাথায় লাগে। তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে আরও বিএসএফ জওয়ান ওই এলাকায় গিয়ে পৌঁছন। জওয়ানদের দেখে এলাকা থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা। এদিকে ঘটনার পর এপাড়ের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। ওপাড়ের বাংলাদেশের বাসিন্দারাও পালটা জড়ো হন।

    দুই বাংলার বাসিন্দাদের মধ্যে এরপর সাময়িক উত্তেজনা শুরু হয়। বিজিবির জওয়ানরাও সেখানে উপস্থিত হন। বিএসএফ ও বিজিবির জওয়ানরা সাধারণ বাসিন্দাদের জিরো পয়েন্ট থেকে সরিয়ে নিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জখম বিএসএফ জওয়ানের চিকিৎসা চলছে। এর আগে নারায়ণগঞ্জের সীমান্তে পাচারকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিএসএফ জওয়ানরা। তবে এবার দিনেদুপুরে বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনা এই প্রথম।
  • Link to this news (প্রতিদিন)