• ইছামতী পেরিয়ে এদেশে ঢুকে ঘোরাফেরা, ক্যানিংয়ে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী
    প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক। এবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায়। অপরিচিত যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরাই তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম হাবিবুল্লা গাজি। বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বাদামতলা এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বিক্ষিপ্তভাবে তাঁকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করলেও তেমন একটা মুখ খোলেনি ওই যুবক। অগত্যা ক্যানিং থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

    পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে তাঁর থেকে ভারতের নাগরিকত্বের কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। ফলে সন্দেহ আরও গাঢ় হয়। আরও জিজ্ঞাসাবাদে বেরিয়ে পড়ে সত্য ঘটনা। ওই যুবক আসলে বাংলাদেশি। বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় তাঁর বাড়ি। ইছামতী নদী পেরিয়ে ওই যুবক ভারতে এসেছেন। বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি ভারতে এসেছিলেন? বিশেষ কোনও উদ্দেশ্য আছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ শুক্রবার আদালতে তোলা হয়।

    বেশ কিছুদিন আগে ক্যানিংয়ের হাসপাতাল পাড়া এলাকা থেকে কাশ্মীরের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কাশ্মীরের পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। তারপর থেকে ওইসব এলাকায় বাসিন্দারাও সতর্ক থাকছেন। অপরিচিত মুখ দেখলে বাসিন্দারাই পুলিশে খবর দিচ্ছেন বলে জানা গিয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনাই নয়, উত্তর ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহারের সীমান্ত এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারীকে বিভিন্ন গ্রেপ্তার করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিএসএফ-সহ পুলিশ-প্রশাসনের কড়া নজরদারি থাকছে।
  • Link to this news (প্রতিদিন)