• ‘ইজম’ ভুলে তরুণ মন পেতে ‘ভ্যালেন্টাইন্স’ হাতিয়ার সিপিএমের, শূন্যের খরা কাটাতে বাজার রাজনীতিতেই ভরসা?
    প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম দিবস বা ভ্যালেন্টাইনস ডে নিয়ে তর্কবিতর্ক চলবেই। ভালোবাসার জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়ার অর্থ কী, আদৌ এর যৌক্তিকতা আছে কি না ? এসব প্রশ্নের জবাবে দীর্ঘ হবে কথোপকথন। এসব সত্ত্বেও তরুণ প্রজন্মের কাছে ১৪ ফেব্রুয়ারি এক বিশেষ দিন। সারাবছর অপেক্ষা করার মতো এক তিথি। ‘ফুল ফুটুক না ফুটুক’ ? আজ ভ্যালেন্টাইনস ডে! সঙ্গীর হাতে হাত রেখে ভালোবাসায় ভরে মনে রাখার মতো একটি দিন।

    কিন্তু কট্টরপন্থীরা এসবের ঘোর বিরোধী। জেন ওয়াই-এর হইহই করে ভ্যালেন্টাইনস ডে উদযাপন তাঁদের না পসন্দ। কোথাও কোথাও প্রেমিক-প্রেমিকাকে ঘনিষ্ট অবস্থায় দেখলেও রে রে তেড়ে আসছেন কেউ কেউ! এই অবস্থায় যুগলদের যে কোনও রকম হেনস্তা থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তথাকথিত ‘বুর্জোয়া’ প্রথা বিরোধিতা ভুলে তাদের বার্তা, কোনও যুগলকে প্রেমের উদযাপনে বাধা দেওয়া হলে, এসএফআই-কে খবর দিতে। তারা পাশে থাকবে, সহযোগিতা করবে। সোশাল মিডিয়ায় পোস্ট করে তাদের ঘোষণা, ‘আমরা ভালোবাসার সাথে আছি।’ এসএফআইয়ের এহেন বার্তায় সমালোচনা শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)