• অন্ধ্রে বাড়ছে বার্ড ফ্লু, গোদাবরী অঞ্চল থেকে ৩ মাসের জন্য ডিম-মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা বাংলায়
    প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে অন্ধ্র্রপ্রদেশে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে ব্লার্ড ফ্লু। যার প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা রয়েছেই। কারণ, অন্ধ্র থেকে বিপুল পরিমাণ মুরগি ও ডিম আমদানি করা হয় বাংলায়। সেই কারণেই সতর্কতামূলকভাবে আগামী তিনমাসের জন্য অন্ধ্রের তিনটি জেলা থেকে ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার।

    গত কয়েকদিনে অন্ধ্রপ্রদেশে রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বার্ড ফ্লু। একজেলাতেই লক্ষাধিক মুরগি মারা গিয়েছে। ফলে ইতিমধ্যেই শুরু হয়েছে নিধনের কাজ। অন্ধ্রপ্রদেশ থেকে নিয়মিত বিপুল পরিমাণ মুরগি ও ডিম আমদানি হয় বাংলায়। বার্ড ফ্লু আতঙ্কে সেই আমদানিতেই রাশ টানল রাজ্য। এদিন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আপাতত অন্ধ্রের তিনটি জেলা থেকে কোনও ডিম ও মুরগি বাংলায় আনা হবে না। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৩ মাস। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    তবে এখানেই শেষ নয়। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তরফে সমস্ত পোলট্রি ফার্ম গুলোকে সতর্ক করা হয়েছে। কোনও হাঁস, মুরগির মধ্যে ঝিমুনি বা বার্ড ফ্লুর উপসর্গ দেখা গেলেই সেগুলোকে আলাদা করে দিতে হবে। অসুস্থ মুরগিটি যে পোলট্রির তার ৩ কিলোমিটারের মধ্যে নজরদারি চালাতে হবে। উদ্দেশ্য একটাই, যাতে কোনওভাবে বাংলায় না থাবা বসাতে পারে এই বার্ড ফ্লু। উল্লেখ্য, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ নয়, মহারাষ্ট্রেরও ছয় জেলাথেকে বার্ড ফ্লুয়ের খবর প্রকাশ্যে এসেছে। ফলে মুরগি মেরে ফেলার পাশাপাশি নষ্ট করা হচ্ছে ডিমও।
  • Link to this news (প্রতিদিন)