• জোকা ইএসআই হাসপাতাল চত্বরে ব্যাগে মাংসপিণ্ড! মানব দেহাংশ নাকি অন্য কিছু? ঘনীভূত রহস্য
    প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: সাতসকালে জোকা ইএসআই হাসপাতাল চত্বরে ব্যাগের ভিতর মিলল মাংসপিণ্ড! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া মাংসপিণ্ড মানুষের নাকি অন্য কোনও পশুর? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই পুলিশ ওই মাংসপিণ্ড উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট হাতে এলেই খোলসা হবে গোটা বিষয়টা।

    জোকা ইএসআই হাসপাতালের (Joka ESI hospital ) ভিতরেই রয়েছে ক্যান্টিন। অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালেও সেখানে রোগীর পরিবারের সদস্য ও ক্যান্টিন কর্মীরা ছিলেন। আচমকাই জানলা দিয়ে চোখ যায় বাইরে। তাঁরা দেখতে পান, একটি ব্যাগ নিয়ে টানাটানি করছিল কয়েকটি কুকুর। তাতেই তাঁদের সন্দেহ হয়। কাছে যেতেই হাড়হিম দৃশ্য। ক্যান্টিন কর্মীরা দেখেন ব্যাগের মধ্যে মাংসপিণ্ড। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ আধিকারিকরা যান ঘটনাস্থলে। যায় ফরেনসিক বিশেষজ্ঞরাও। এরপরই তাঁরা ব্যাগটি থেকে পাওয়া মাংসপিণ্ডকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    কিন্তু এটা কি মানব দেহাংশ নাকি পশুর? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া মাংসপিণ্ড কোনও পশুর। তবে মানব দেহাংশ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট মিললেই বিষয়টা স্পষ্ট হবে। তারপর খতিয়ে দেখা হবে, এর নেপথ্যে কে বা কারা।
  • Link to this news (প্রতিদিন)