বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগীই নয় পার্টি, কমছে ধর্মনিরপেক্ষ ভোট! উল্লেখ সিপিএমের রিপোর্টে
প্রতিদিন | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপিকে কার্যত ‘ওয়াক ওভার’ দিয়ে শুধুমাত্র তৃণমূলকে আক্রমণ করায় বাংলায় ধর্মনিরপেক্ষ ভোটাররা দলের পাশ থেকে সরেছে, এমনটাই মনে করছে সিপিএম কেন্দ্রীয় কমিটি। বঙ্গ সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগী নয় বলে মনে করা হচ্ছে। তাই আলিমুদ্দিনকে বিজেপি বিরোধিতায় আরও মনোনিবেশ করতে হবে বলে লেখা হল সিপিএমের পার্টি কংগ্রেসের রাজনৈতিক দলিলে। পাশাপাশি পার্টির কেন্দ্রীয় কমিটির দলিলে বলা হয়েছে, বাংলায় তৃণমূলই হচ্ছে বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি। সেই কারণে পার্টির রাজ্য নেতৃত্বকে কড়া ভাষায় সতর্ক করে পার্টির দলিলে কেন্দ্রীয় কমিটি বলেছে, তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও ‘মূল শত্রু’হিসেবে আক্রমণ করতে হবে।
বাংলায় সিপিএম তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বিগত এক দশক ধরে। এখন পশ্চিমবঙ্গে দলের সমস্ত স্তরের উচিত বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ও মতাদর্শগত মোকাবিলায় আরও বেশি করে নজর দেওয়া, এটাই বলছে কেন্দ্রীয় কমিটি। নেতৃত্ব মনে করছে, ধর্মনিরপেক্ষ মানুষের একটা বড় অংশ মনে করছে যে, বিজেপিকে মোকাবিলা করার ক্ষেত্রে তৃণমূলই উপযুক্ত। তাই বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে। যেখানে একদিকে বিজেপি ও অন্যদিকে তৃণমূল। সেখানে বামেদের কোনও ভূমিকা থাকছে না। প্রসঙ্গত, তৃণমূল অভিযোগ করে আসে যে, বাংলায় সিপিএম ও বিজেপির মধ্যে সেটিং চলছে। রাম-বাম আঁতাতের ছবিও বারে বারে প্রকাশ্যে এসেছে। আর এবার আসন্ন পার্টি কংগ্রেসের রাজনৈতিক লাইন সংক্রান্ত দলিলে বিজেপি সম্পর্কে বঙ্গ সিপিএম যে নরম সেটাই কার্যত উল্লেখ করে বলেছে, বাংলায় তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই লড়াই। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগী হতে হবে বাংলার সিপিএম নেতাদের, এমনটাই পর্যবেক্ষণ।
প্রসঙ্গত,বামেদের বিজেপি বিরোধিতার অস্ত্রে ধার কম। শুধু তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বিজেপিকে মাঠ ছেড়ে দেওয়া হচ্ছে না তো? তার সুবিধা পাচ্ছে পদ্ম শিবির? আর তাই রামে যাওয়া বাম ভোট কার্যত ফিরছে না? বাংলায় প্রায় সব নির্বাচনেই সিপিএমকে তৃতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে? রাজ্যজুড়ে বিজেপির উত্থানের পিছনে এরকমই প্রশ্ন আগেই উঠেছিল সিপিএমের একাংশের মধ্যে। উনিশ সালের লোকসভা ভোটের সময় থেকে এখনও পর্যন্ত যতগুলি ভোট হয়েছে সেখানে স্পষ্ট মানুষ বিজেপিকে আটকাতে তৃণমূলকেই বেছে নিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে চলে যাওয়া ভোট ফেরানোর চিন্তা না করে, উলটে বাংলায় বিজেপির প্রতি নরম মনোভাব প্রকাশ পাচ্ছে সিপিএমের।