• বান্ধবীর বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য শিলিগুড়িতে
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • জীবনের প্রথম বড় পরীক্ষার আগে বাড়িতে অশান্তি। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীর। গত চার দিন ধরেই বান্ধবীর বাড়িতে গিয়ে থাকছিল শিলিগুড়ির নকশালবাড়ির মেচিবস্তি এলাকার বাসিন্দা অর্পিতা পাল (১৫)। বৃহস্পতিবার বান্ধবীর বাড়ি থেকে ওই পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

    নকশালবাড়ির নন্দপ্রসাদ হাইস্কুলের ছাত্রী ছিল অর্পিতা। গত রবিবার বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া করে বান্ধবীর বাড়িতে চলে যায় সে। সে দিন থেকে আর বাড়ি ফেরেনি। নকশালবাড়ি মেচিবস্তিতেই বান্ধবী সুজাতা শৈবর বাড়িতে থেকেই পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছিল অর্পিতা। বৃহস্পতিবার দুপুরে ঘুমানোর পর আর ঘুম থেকে উঠছিল না অর্পিতা। বান্ধবীর পরিবারের দাবি, অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়া মিলছিল না তার। তখনই সুজাতার বাড়ির লোক অর্পিতার মা রূপা পালকে ডেকে আনেন।

    তড়িঘড়ি তাকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অর্পিতাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ নকশালবাড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ এসে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

    অন্যদিকে, মেডিক্যাল কলেজের পক্ষ থেকে বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু তা জানতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট চেয়েছে পুলিশ।  কোনও বিষক্রিয়া, নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। কার্শিয়াঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে।’

  • Link to this news (এই সময়)