• জনপ্রিয় রিয়েলিটি শো-এ সুযোগ করে দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা খোয়াল মধ্যমগ্রামের পরিবার
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • মেয়েকে বড় গায়িকা বানানোর শখ ছিল পরিবারের সকলের। একটি জনপ্রিয় টিভি চ্যানেলের রিয়েলিটি শো-তে সুযোগ পেতে গিয়ে প্রতারণার শিকার মধ্যমগ্রামের এক পরিবার। ওই রিয়েলিটি শো-এ সুযোগ করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত অরিজিৎ দত্ত নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ওই শো বা চ্যানেলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই পুলিশ জানিয়েছে।

    জানা গিয়েছে, মধ্যমগ্রামে একটি প্রোডাকশন হাউস চালু করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। সেখানেই যোগাযোগ করেন ওই পরিবারের সদস্যরা। প্রাথমিক ভাবে কিছু শুটিং, অনুষ্ঠানের মহড়ার ট্রেনিং দেওয়ার পর রিয়েলিটি শো-তে সুযোগ করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়। গত বছর সেপ্টেম্বর মাসেই সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। টাকা নেওয়ার পরেও সুযোগ না আসায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার টাকা নিয়েছেন অভিযুক্ত বলে দাবি ওই পরিবারের।

    এর পর সরাসরি ওই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করা হয়। রিয়েলিটি শো-এর দায়িত্বপ্রাপ্তরা জানিয়ে দেয়, এ রকম কোনও অর্থ নেওয়া হয় না প্রতিযোগীদের কাছ থেকে। এর পরেই সেই অভিযুক্তের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার আবেদন করা হয়। প্রতিযোগীর পরিবারকে টাকা ফেরত দেওয়ার কথা বলে চেক দেন অভিযুক্ত। সেই চেক বাউন্স করার পর সন্দেহ আরও বাড়তে থাকে। এর পরেই সরাসরি মধ্যমগ্রাম থানায় গিয়ে অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা।

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অরিজিৎ দত্ত ঘোলা থানা এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে মূলত প্রতারণার ফাঁদ পেতেছিলেন অভিযুক্ত ব্যক্তি। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। এই ধরনের প্রতারণার কোনও চক্র রয়েছে কি না সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

    নাবালিকার মা কাকলি ভট্টাচার্য বলেন, ‘আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে দিয়েছিলাম। আমার মেয়ে খুব ভালো গান করে। সেই সুযোগ নিয়ে আমাদের ঠকানো হলো। আমি প্রশাসনের কাছে সুবিচার চাইছি।’

  • Link to this news (এই সময়)