দীর্ঘ প্রতীক্ষার অবসান! শুক্রবার থেকে চালু হলো বাঁকুড়া-আসানসোল ভায়া মেজিয়া-রানিগঞ্জ সিএনজি চালিত বাস পরিষেবা। বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বাঁকুড়ার বাসিন্দাদের খরচ ও হয়রানি অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া ও আসানসোল ডিপো থেকে প্রতিদিন সকাল ৮টা ২৫ মিনিট ও বিকেল ৪টে ৫০ মিনিটে দু’টি বাস ছাড়বে। বাঁকুড়া-আসানসোল ৫৯ কিলোমিটার পথ যাতায়াতের ক্ষেত্রে ভাড়া পড়বে ৪৮ টাকা।
নয়া বাস পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্ত্তী, তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। সাংসদ বলেন, ‘আসালসোল-বাঁকুড়া যোগাযোগের পথ আরও সুগম হলো। এর ফলে ছাত্রছাত্রী, ব্যবসায়ী, অফিসযাত্রী, কৃষক-সহ অসংখ্য মানুষ উপকৃত হবেন।’
স্থানীয়দের দাবি, এতদিন বাঁকুড়া-আসানসোল যাতায়াতের সরাসরি সরকারি বাস পরিষেবা ছিল না। ফলে বেসরকারি যানবাহনই ভরসা ছিল স্থানীয় বাসিন্দাদের। এই দুই জায়গার মধ্যে রেল পরিষেবাও নেই। ফলে বাঁকুড়া থেকে আদ্রা হয়ে ট্রেনে আসানসোলে পৌঁছতে হতো। এ বার বাঁকুড়া-আসানসোল সরাসরি সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খরচ, সময় ও হয়রানি তিনই কমবে।
উল্লেখ্য, SBSTC-র উদ্যোগে জানুয়ারি মাসেই বাঁকুড়া থেকে শিলিগুড়ি নতুন বাস পরিষাব চালু হয়। বাঁকুড়া থেকে বিকাল ৫ টায় ছেড়ে পরদিন ভোর ৫টায় শিলিগুড়ি পৌঁছয় বাসটি। পরের দিন শিলিগুড়ি থেকে বিকাল ৫টায় ছেড়ে ভোর ৫টায় বাঁকুড়া ফেরে বাসটি। উত্তরবঙ্গের জন্য বাস পরিষেবা চালুর পর আসানসোলের বাস চালু খুশি স্থানীয় যাত্রীরা।