• শনি-রবি শিয়ালদহ থেকে বনগাঁ, গেদে, শান্তিপুর শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, দেখে নিন তালিকা
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সপ্তাহান্তে ফের বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি কৃষ্ণনগর-লালগোলা লাইনে ও হালিশহর-নৈহাটি লাইনে পাওয়ার ব্লকের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।

    কী কী ট্রেন বাতিল?

    (১৫ ফেব্রুয়ারি)

    শিয়ালদহ-বনগাঁ আপ লোকাল (৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩) এবং ডাউন ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০। 

    নৈহাটি-ব্যান্ডেল আপ লোকাল ৩৭৫৫৭, ডাউন ৩৭৫৫৮ লোকাল। 

    শিয়ালদহ-গেদে আপ ৩১৯২৯, ডাউন ৩১৯২৮ লোকাল। 

    শিয়ালদহ -শান্তিপুর আপ ৩১৫৩৯, ডাউন ৩১৫৪২ লোকাল।

    (১৬ ফেব্রুয়ারি)

    শিয়ালদহ-হাবড়া আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২ ও ৩৩৬৫৪ লোকাল। 

    নৈহাটি-ব্যান্ডেল আপ ৩৭৫২১, ডাউন ৩৭৫২২ লোকাল। 

    শিয়ালদহ - গেদে লোকাল আপ ৩১৯১১, ডাউন ৩১৯১২ লোকাল। 

    শিয়ালদহ - শান্তিপুর আপ ৩১৫১১ আপ, ৩১৫১২ ডাউন লোকাল। 

    নৈহাটি-রানাঘাট আপ ৩১৭১১, ডাউন ৩১৭১২ লোকাল। 

    শিয়ালদহ - রানাঘাট আপ ৩১৬১১, ডাউন ৩১৬১২ লোকাল। 

    কৃষ্ণনগর - লালগোলা - আপ ৩১৮৬১, ডাউন ৩১৮৬৪ লোকাল। 

    লালগোলা -শিয়ালদহ ডাউন ৫৩১৭৮ লোকাল, আপ ৫৩১৭৫ লোকাল। 

    কৃষ্ণনগর - আজিমগঞ্জ ডাউন ৫৩০৯২ লোকাল, আপ ৫৩০৯১ লোকাল।

    সংক্ষিপ্ত রুটে চলবে কোন ট্রেন?

    ৩৩৮৫৭ আপ শিয়ালদহ -বনগাঁ লোকাল (শনিবার), ৩৩৮১২ ডাউন বনগাঁ - শিয়ালদহ লোকাল, ৩৩৮১১ আপ শিয়ালদহ - বনগাঁ, ৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল, ৩৩৮১৩ আপ শিয়ালদহ - বনগাঁ লোকাল, ৩৩৮১৬ ডাউন বনগাঁ - শিয়ালদহ লোকাল, ৩৩৮১৫ আপ শিয়ালদহ বনগাঁ লোকাল, ৩৩৮১৮ ডাউন বনগাঁ শিয়ালদহ লোকাল, ৩৩৮১৭ আপ শিয়ালদহ - বনগাঁ লোকাল, ৩৩৮২২ ডাউন শিয়ালদহ - বনগাঁ লোকাল হাবড়া পর্যন্ত যাবে। 



    পাশাপাশি, চলতি সপ্তাহের শনি ও রবিবার ফের হাওড়া শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বরগামী দুটি লোকাল  শনিবার (৩৭৩৪৯, ৩৭৩৫১) বাতিল করা হয়েছে। রবিবার তারকেশ্বর-হাওড়া গামী আটটি লোকাল, তারকেশ্বর-শেওড়াফুলি গামী ২টি লোকাল বাতিল করা হয়েছে।

  • Link to this news (এই সময়)