• প্রেম দিবসে ‘পুরানো সেই দিনের কথা’, লোকসমাজে এ কী করে বসলেন নবদম্পতি?...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল বিয়ের পর সেখানে এসেই প্রেমদিবস পালন করলেন নবদম্পতি। বৃহস্পতিবার বিয়ে ছিল উত্তর ২৪ পরগনার আশারুর বাসিন্দা তুহিন ও বগুলা কলেজ পাড়ার বাসিন্দা পাঞ্চালীর। জানা গিয়েছ, গত কয়েক বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন ওই যুগল।

    অবশেষে দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দু’জনের বিয়ে হয়। তারপর শুক্রবার ভোররাতে হেলেঞ্চা এলাকায় এসে পৌঁছন তাঁরা। বিয়ের আগে হেলেঞ্চার যে চায়ের দোকান ছিল তাদের দু’জনের আড্ডা মারার জায়গা, সম্পর্কের সাক্ষী, ভালোবাসার কথোপকথন সেখানে এসে থামে নবদম্পতির গাড়ি। ভ্যালেন্টাইন’স ডে-এর দিনে সকাল সকাল তাঁরা হাতে তুলে নেন চায়ের কাপ।

    প্রেম দিবসে চায়ে চুমুক দিয়েই নববধূকে চুম্বন করেন স্বামী। বাবা-মা সহ নবদম্পতিরও ইচ্ছা ছিল গাড়াপোতা কালী মন্দিরে পুজো দিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরবেন দু’জনে। সেই মত প্রেমদিবস পালন করলেন তাঁরা। ভোররাতে নব দম্পতিকে স্কুটিতে দেখে অবাক হয়ে গেলেন পথ চলতি মানুষও। ভালবাসার দিনের সকালে এমনই এক ভালবাসার পরিপূর্ণতার সাক্ষী থাকল এলাকার মানুষজন সহ আত্মীয়-স্বজন, বন্ধুরা।
  • Link to this news (আজকাল)