ভ্যালেন্টাইন্স ডে-ত মাঠেই পড়ে রইল গোলাপ, মুখ ভার কৃষকদের
আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অজানা রোগে লক্ষ লক্ষ টাকার গোলাপ ফুল নষ্ট হচ্ছে প্রতিদিন। যে কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে পাঁশকুড়ার কৃষকদের। জানা গিয়েছে, কোভিডের সময় থেকে পাঁশকুড়া এলাকায় গোলাপ গাছে একপ্রকার রোগ দেখা দিয়েছে। প্রথমে গাছের পাতা শুকনো হতে থাকে এবং তার পরপরই ফুলের পচন দেখা দেয়। গাছগুলিতে এরকম রোগ দেখা দিলেই দু’এক দিনের মধ্যে প্রায় গোটা বাগান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কৃষকদের। বেশ কয়েক বছরের মতো এই বছরও পাঁশকুড়া ব্লক এলাকায় একাধিক গোলাপ ক্ষেতে দেখা মিলেছে অজানা এই রোগের। হর্টিকালচার বা কৃষিবিভাগের তরফে এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি ঠিক কী সমস্যা দেখা দিয়েছে গাছগুলিতে।
আদৌ কোনও ভাইরাসে আক্রান্ত নাকি ছত্রাকঘটিত রোগ তাও সুষ্পষ্ট নয় কৃষকদের কাছে। গোলাপ চাষিদের অভিযোগ, এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার হর্টিকালচার বিভাগে বারবার জানানো হলেও এখনও কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। কেউই সুষ্পষ্ট ভাবে বলতে পারেনি সঠিক রোগটি কি! যার কারণে যে যার মতো ওষুধ দিয়ে যাচ্ছেন গাছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে গোলাপ গাছে এই রোগের সংক্রমণ। যে কারণে এবার বাজার মন্দা গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে-তেও। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনেও মাঠের ফুল মাঠেই রইল। কৃষকরা জানাচ্ছেন, গোলাপের অজানা রোগের কারণে ব্যবসায় মন্দা যাচ্ছে প্রায়শই। প্রতিদিনই লক্ষ টাকার ফুল নষ্ট হচ্ছে পাঁশকুড়া ব্লকের গুড়তলা, মাইসোরা, কেশাপাট সহ একাধিক গ্রামে।