আজকাল ওয়েবডেস্ক: বন্ধ রেলগেট। ছুটে আসছে ট্রেন। রেললাইন পার হতে গিয়ে আটকে যায় বাইকের চাকা। লাইন থেকে বাইক বের করার চেষ্টার মধ্যেই কাছে চলে আসে ট্রেন। বাইক ফেলে ছিটকে যান দুই যুবক। কোনওক্রমে প্রানে বাঁচলেও ক্ষতিগ্রস্থ হয়েছে বাইক। ঘটনাটি ঘটেছে বাউড়িয়া স্টেশনের কিছুটা দূরে পশ্চিম গেট সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের বাউড়িয়া স্টেশন নিত্যযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার-হাজার মানুষ পাশের একটি রেলগেট দিয়ে যাতায়াত করেন। গুরুত্বের কথা বুঝে ওভারব্রিজ বানানোর জন্য রেলের পক্ষ থেকে জমি সমীক্ষার কাজ চলছে। রেলগেটের বাইরে দিয়ে যাতাযাতের ক্ষেত্রে এমনিতেই নিষেধাজ্ঞা রয়েছে। তবে সময় বাঁচাতে অনেকেই পাশের একটি সরু গলি ব্যবহার করে রেললাইন পার হয়ে যান। এদিনও তেমনি একটি ঘটনা ঘটে। উলুবেড়িয়ার দিক থেকে ছুটে আসছিল ডাউন হাওড়া লোকাল। সাহস করে সরু গলি দিয়ে গেট পার করে যেতে গিয়েই ঘটে যায় বিপত্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওঁরা ভেবেছিলেন ট্রেন আসার আগেই পার হয়ে যাবেন। কিন্তু চাকা লাইনের ফাঁকে আটকে যায়। ভয়ে বাইক ফেলে দূরে সরে যান তাঁরা। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাইকটি। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে ওঠেন। ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে চলে আসেন রেল কর্মীরাও। এমন ঘটনা যে রেলের নিয়মে বেআইনি তা জানেন ওই দুই যুবক। কিন্তু সময় বাঁচাতে শর্টকার্ট করতে গিয়েই বিপত্তি।