• বসন্ত উৎসব নিয়ে বড় সিদ্ধান্ত বিশ্বভারতীর, কারা কারা পাবেন প্রবেশের ছাড়পত্র...
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে সাধারণ মানুষের। গত বছরের মতোই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসব এক সময় সারাদেশ থেকে পর্যটকদের সমাগম হত। তবে ২০২০ সালের পর থেকে নানা কারণে সেই উৎসবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ সালেও শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতে বসন্ত উৎসব পালন করা হয়েছে। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের আগেই এই উৎসব অনুষ্ঠিত হবে।

    বিশ্বভারতীর বর্তমান প্রশাসনের মতে, ভিড় ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে, অনেক স্থানীয় মানুষ এবং পর্যটকরা এই উৎসবকে উন্মুক্ত করার দাবি জানাচ্ছেন। বসন্ত উৎসবের ঐতিহ্য বজায় থাকলেও সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকেই হতাশ।
  • Link to this news (আজকাল)