• আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার এক ছাত্রী! ঘনীভূত রহস্য 
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় সে ভর্তি কল্যাণীর জেএনএম হাসপাতালে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই ছাত্রী। 

    জানা গিয়েছে, শুক্রবার সকালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের রুমে অচৈতন্য অবস্থায় ঐ ছাত্রীকে পড়ে থাকতে দেখেন অন্যান্য পড়ুয়ারা। তিনি কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্রী। এরপর তড়িঘড়ি তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ICU তে ভর্তি করেন। জানা গিয়েছে, ঐ ছাত্রীর বাড়ি পুরুলিয়ার মানবাজারে। 

    এমনকী এও জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা পুরুলিয়ার একজন ডাক্তার। হাসপাতালের তরফ থেকে বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে ঐ ছাত্রী বিষ খেয়েছেন তা জানা যায়নি এখনও। কিংবা আদতে ঠিক কী ঘটেছিল তাও এখনও জানা সম্ভব হয়নি। খোঁজ চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
  • Link to this news (আজকাল)