North Bengal Weather Forecast: মাঘের নয় ফাল্গুনের শীতে কাঁপছে উত্তরের জনজীবন। উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল প্রবল ঠান্ডায় জবুথবু। তিন দিন ধরে রোদের দেখা নেই। কুয়াশায় ঢাকা চারিদিক। তার মধ্যে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। সোয়েটার-জ্যাকেটেও মানছে না ঠান্ডা। তোরঙ্গ থেকে বেরিয়ে পড়েছে যত রকম শীত পোশাক। দীর্ঘদিন পর এমন শীতে একাংশ যেখানে খুশি, সেখানে ঠান্ডায় থমকে গিয়েছে জনজীবন। বাতাসে বসন্তের ছোঁয়া লাগলেও, ঠান্ডায় ঘাটতি নেই। এই আবহাওয়া আরও কিছুদিন চলবে বলে জানা গিয়েছে।
আপাতত আবহাওয়ার পূর্বাভাস বলছে, এবছর মাঘের পরেও শীতের (Winter) বিদায় অনিবার্য নয়। বরং ফাল্গুনে উত্তরবঙ্গের (North Bengal) হিমালয় সংলগ্ন এলাকায় শীতের দাপট বজায় থাকার সম্ভাবনা জোরালো। পূর্বাভাস বলছে ১৯-২০ ফেব্রুয়ারি পাহাড়ের পাশাপাশি বৃষ্টির জলে ভিজতে পারে সমতলের মাটিও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবার শীতকাল দীর্ঘস্থায়ী, বলছেন আবহওয়াবিদরা। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন আরও কিছুদিন ঠান্ডার প্রকোপ থাকবে।
সিকিমে তুষারপাত চলছেই। কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে ছুটছেন পর্যটকরা। মাঝেমধ্যে বিপদও ঘটছে। বুধবার রাতে নাথু লা এবং ছাংগুতে এতটাই ভারী তুষারপাত হয় যে, বৃহস্পতিবার এই দুটো পর্যটনস্থলে কোনও গাড়ি পৌঁছাতে পারেনি। বরফের চাদরে সড়ক ঢেকে যাওয়ায় ২০ মাইলের পর পারমিট ইস্যু করেনি সিকিম প্রশাসন। ধারাবাহিকভাবে তুষারপাত চলায় আছড়ে পড়তে থাকায় শুক্রবার পারমিট পাওয়া নিয়ে সংশয়ে পর্যটকরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুরে কিছুটা রোদের দেখা মিললেও আগামী তিনদিন সকাল এবং রাতে কুয়াশার দাপট থাকবে। এর মধ্যেই আনাগোনা বাড়বে মেঘের। অর্থাৎ গরম পোশাক তুলে রাখার সময় এখনও আসেনি, অন্তত হিমালয় সংলগ্ন উত্তরে।
এদিন উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা থাকবে। শনিবার সকালেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সাময়িকভাবে বাড়তে পারে উত্তরবঙ্গে। এরপর রবিবার থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে।