• চন্দ্রকোণায় চোলাইয়ের বিরুদ্ধে মহিলাদের মিছিল
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: চন্দ্রকোণা থানার মনোহরপুর-২ পঞ্চায়েতের চাঁদুর গ্রামে চোলাইয়ের বিরুদ্ধে মহিলাদের আন্দোলন আরও জোরদার হচ্ছে। এলাকায় চোলাই তৈরি ও বিক্রি বন্ধে শুক্রবার বিকেলে ২০০-র বেশি মহিলা হাতে পোস্টার নিয়ে মিছিলে শামিল হন। তাতে নেতৃত্ব দেন পঞ্চায়েত প্রধান মাধুরী সিং দলুই। তিনি বলেন, আমাদের গ্রামে বহু মানুষ চোলাই পান করে পরিবারে রোজ অশান্তি করছে। এভাবে অনেক পরিবার সর্বস্বান্ত হচ্ছে। মদ্যপান করে কয়েকজন মারাও গিয়েছে। তাই আমরা চোলাই বিরোধী আন্দোলনে নেমেছি।


    প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ওই গ্রামের একটি পুকুর থেকে সৌমেন ঘোষ(৪৫) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, ওই ব্যক্তি চোলাইয়ে আসক্ত ছিলেন। চোলাই পান করে পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় কয়েকশো মহিলা গ্রামের ভাটিতে অভিযান চালান। তাঁরা মদের ব্যারেল ফাটিয়ে দেন। কাঁচামাল ও অন্য সরঞ্জাম নষ্ট করেন ও পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি তুলেছিলেন, গ্রামে চোলাইয়ের ভাটি পুরোপুরি বন্ধ না করা হলে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না। অবশেষে পুলিস গ্রামে চোলাইয়ের ভাটিতে অভিযান চালায়। মদ তৈরির বেশ কিছু সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)