• রানিতলায় ২৫ লক্ষ টাকার হেরোইন সহ পাকড়াও ১
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার গভীর রাতে রানিতলা থানার বালিজানায় ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিস হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জাইদুল শেখ। বাড়ি ভগবানগোলার চর লবণগোলায়। শুক্রবার ধৃতকে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তুলে হেফাজতে নেয় পুলিস। 


    ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, চর লবণগোলার এক মাদক কারবারির কাছ থেকে হেরোইন নিয়ে জাইদুল হাত বদলের জন্য এসেছিল। কালুখালির এক মাদক কারবারির ওই হেরোইন নিয়ে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাত বদলের আগেই পুলিস বালিজানা ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ২৭২ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। হেরোইনের প্যাকেটটি কোমরে লুঙ্গির ভিতরে গোঁজা ছিল। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বালিজানা ইটভাটা সংলগ্ন এলাকায় মাদকদ্রব্যের হাতবদলের খবর পাওয়া যায়। সেইমতো সন্ধ্যার পর থেকে ওই এলাকায় পুলিস নজরদারি শুরু করে। রাত সাড়ে ১২টা নাগাদ দুই পাচারকারী টোটোয় এসে ইটভাটা থেকে কিছুটা দূরে নামে। তারপর হেঁটে ইটভাটার সামনে এসে পৌঁছয়। কিন্তু, পুলিসের উপস্থিতি আন্দাজ করে পাচারকারীরা ছুটতে শুরু করে। 
  • Link to this news (বর্তমান)