নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শুক্রবার আসানসোল থেকে এসবিএসটিসির একাধিক বাস পরিষেবার সূচনা হল। এদিন আসানসোল-বাঁকুড়া ভায়া রানিগঞ্জ বাস পরিষেবার উদ্বোধন হয়। সেইসঙ্গে কালিপাহাড়ী থেকে কল্যাণেশ্বরী অবধি এসবিএসটিসির বাস চলবে। এদিন সিটি বাসস্ট্যান্ডে দু’টি বাসের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলাশাসক পোন্নমবলম এস ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এদিন বাঁকুড়াতেও একটি অনুষ্ঠান হয়েছে। বাঁকুড়া থেকে আসানসোল অভিমুখে একটি বাস রওনা দিয়েছে। সেটি রানিগঞ্জ হয়ে আসানসোল আসবে।
মন্ত্রী মলয় ঘটক বলেন, আগে আমরা আসানসোল থেকে ট্রেনে ৬০ টাকায় হাওড়া যেতে পারতাম। নরেন্দ্র মোদির জমানায় সেই ভাড়া অনেক বেড়ে গিয়েছে। সুভাষবাবু বলেন, এখন আমরা প্রতিদিন ৬৫০বাস চালাচ্ছি। কয়েকমাসের মধ্যে বাসের সংখ্যা একহাজার করার পরিকল্পনা রয়েছে। এসবিএসটিসির এমডি প্রণবকুমার ঘোষ বলেন, আমরা পরিবেশবান্ধব বাস চালানোয় বাড়তি জোর দিয়েছি। আসানসোল, দুর্গাপুরে টাউন সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোল-দীঘা পরিবেশবান্ধব বাস খুব তাড়াতাড়ি চালু হবে। • নিজস্ব চিত্র