• প্রেমদিবসে ঝাড়গ্রামের পর্যটনস্থলে ভিড়, সতর্ক নজরদারি পুলিসের
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: প্রেমদিবস মানে শুধু গোলাপ ও উপহার দেওয়া নয়। এই দিনে অনেক প্রেমিকযুগলই একসঙ্গে ঘুরতে বের হয়। তাই তো শুক্রবার ঝাড়গ্রামের বিভিন্ন পর্যটনস্থলে যুগলদের ভিড় উপচে পড়ল। তাঁদের বিরক্ত ও হয়রানি করা রুখতে, স্বঘোষিত অভিভাবকদের দৌরাত্ম্য ঠেকাতে জেলায় পুলিসের সতর্ক নজরদারি ছিল।


    ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস বলেন, উৎসব-অনুষ্ঠানের দিনে পুলিসের বাড়তি নজরদারি থাকে। অপ্রীতিকর ঘটনা রুখতে আমাদের বিশেষ টিম দিনভর নজরদারি চালিয়েছে।


    এদিন ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ফুলের দোকানে সকাল থেকেই ভিড় ছিল। এবছর ব্যাঙ্গালুরু থেকে আসা গোলাপ বাজার কাঁপাচ্ছে। হলুদ, লাল, সাদা রঙের এক-একটি গোলাপের দাম ৪০টাকা। স্থানীয় ১০টাকা দামের গোলাপেরও চাহিদা রয়েছে। তবে প্রেমিক-প্রেমিকাদের প্রথম পছন্দ ব্যাঙ্গালুরুর গোলাপ।


    এদিন জেলাজুড়ে উৎসবের মেজাজ ছিল। জুলজিক্যাল পার্ক, পঞ্চবটি সরোবর, হোলি ট্রিনিটি চার্চ, চিল্কিগড়ে কনক অরণ্যের ডুলুং নদী তীরবর্তী এলাকার পাশাপাশি বেলপাহাড়ীর বিভিন্ন পর্যটনস্থলেও চোখে পড়ার মতো ভিড় ছিল। দম্পতিদের কেউ কেউ আবার এই দিনে মন্দিরে পুজো দিয়েছেন। শহরের পাঁচমাথা মোড়ের বিভিন্ন ফুলের দোকানে দেদার গোলাপ বিক্রি হয়েছে। দুপুরের পর থেকে ফুল বিক্রি আরও বেড়ে যায়। ফুলবিক্রেতা সুভাষ দাস বলেন, বেঙ্গালুরুর গোলাপ বেশি বিক্রি হচ্ছে। দুপুরের পর থেকে ফুল কিনতে বেশি ভিড় হয়। তরুণদের পাশাপাশি নানা বয়সের মানুষ গোলাপ কিনে নিয়ে গিয়েছেন। অপর এক ফুল বিক্রেতা বলেন, এবছর অর্ডার দিয়ে বেঙ্গালুরু থেকেও ফুল এনেছিলাম। প্রত্যাশার তুলনায় বেশি বিক্রি হয়েছে।  ঝাড়গ্রাম রাজ কলেজের ছাত্র শিবশঙ্কর মাহাত বলেন, গোলাপ ফুল কিনেছি। প্রিয় বান্ধবীকে তা দেওয়ার পর একসঙ্গে ঘুরতে যাব ভেবে রেখেছি।


    ভ্যালেন্টাইন্স ডে-তে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিস সতর্ক ছিল। মহিলাদের সুরক্ষায় পিঙ্ক বাহিনী শহরের অলিগলিতে নজরদারি চালিয়েছে। সাদা পোশাকে মহিলা পুলিস পার্কের আশপাশে টহল দিয়েছে। গত কয়েকবছর ধরে ভ্যালেন্টাইন্স ডে ঘিরে একশ্রেণির আপত্তি দেখা গিয়েছে। যুগলদের নানা জায়গা স্বঘোষিত গার্জেনদের চোখরাঙানির মুখেও পড়তে হয়েছে। সেরকম ঘটনা যাতে না ঘটে, সেজন্যও পুলিস সতর্ক ছিল। বিভিন্ন পর্যটনস্থলে বাড়তি নজরদারি ছিল।শিল্পী সুবীর বিশ্বাস বলেন, আমাদের সংস্কৃতিতে ভালোবাসার প্রকাশে কোনও বাধা ছিল না। সাহিত্য, চিত্রে, ভাস্কর্যে তার অজস্র প্রমাণ আছে। ভালোবাসা প্রকশে স্বাধীনতা দিতে হবে। বেলপাহাড়ীর এসডিপিও শ্রেয়া সরকার বলেন, বিভিন্ন পর্যটনস্থলে ভালো ভিড় ছিল। জঙ্গল এলাকায় যাতে কেউ না যায়, সেজন্য নজরদারি চালানো হয়েছে।  বেলপাহাড়ীতে হোমস্টেতে ভ্যালেন্টাইন্স ডে পালন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)