শ্রীকান্ত পড়্যা, তমলুক: ছাত্র-যুব সমাজ ক্রমশ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে। এরফলে তাদের পড়াশোনা ও খেলাধুলোয় ব্যাপক প্রভাব পড়ছে। এই অবস্থায় যুব সমাজকে মাঠমুখী করতে অভিনব উদ্যোগ নিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ। তাঁর উদ্যোগে শুরু হচ্ছে সভাপতি কাপ-’২৫ ক্রিকেট টুর্নামেন্ট। নাচিন্দা সংলগ্ন খড়িপুকুরিয়া ময়দানে আগামী ২ মার্চ দিনরাতের এই টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আকর্ষণীয় পুরস্কার মূল্য রাখা হয়েছে। ওই টুর্নামেন্ট উপলক্ষ্যে শুক্রবার প্রস্তুতি সভা ও সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে টুর্নামেন্টের আয়োজনের উদ্দেশ্য নিয়ে আয়োজকরা বক্তব্য রাখেন।
জানা গিয়েছে, আটটি দল নিয়ে এই প্রতিযোগিতা হবে। অংশগ্রহণের জন্য কোনও এন্ট্রিফি রাখা হয়নি। দিনরাতের টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা ব্লকে ২০ থেকে ২২টি ক্লাব এই টুর্নামেন্টে সক্রিয় অংশগ্রহণ করবে। সভাপতি ফ্যানস ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিমকে ১ লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি দেওয়া হবে। রানার্স টিমকে ৭০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, সেরা ব্যাটস ম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার ও সেরা ক্যাচার সহ নানাধরনের পুরস্কার দেওয়া হবে।
শনিবার এই টুর্নামেন্টের প্রস্তুতি উপলক্ষ্যে সভা হয়। সেখানে প্রধান উদ্যোক্তা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ, জেলা পরিসদ সদস্যা মিতারানি সাউ, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমরেশ দাস, কৃষি কর্মাধ্যক্ষ অশোক প্রধান এবং কানাইদিঘি পঞ্চায়েতের প্রধান উমা ভঞ্জগিরি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্লাব কর্তারও এই প্রস্তুতি বৈঠকে ছিলেন।
বিকাশবাবু বলেন, যুব সমাজের একটা বড় অংশ এখন সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে পড়ছে। আগের মতো খেলার মাঠে ভিড় হচ্ছে না। সর্বত্রই এমনটা হচ্ছে। আমরা কাঁথি-৩ ব্লক এলাকায় খেলাধুলোকে তুলে ধরতে সভাপতি কাপের আয়োজন করছি। এই ব্লকের বহু ক্লাব এই টুর্নামেন্টে সহযোগিতা করবে। সেইসব ক্লাব কর্তাদের নিয়েই এদিন মিটিং হল।
পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, খেলাধুলো, উৎসব, মেলাকে আমাদের সরকার উৎসাহ দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সভাপতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এটি একটি শুভ উদ্যোগ। ব্লকের সমস্ত ক্লাব এই টুর্নামেন্টে সহযোগিতা করবে। এরচেয়ে ভালো আর কি হতে পারে?-নিজস্ব চিত্র