বর্ধমানের উল্লাসে নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার বর্ধমানের উল্লাসে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগে উল্লাসের অন্য একটি অফিস থেকে সংগঠনের কাজ পরিচালনা করা হতো। এবার থেকে দু’টি অফিসেই কাজ হবে। আরএসএস প্রধান বৃহস্পতিবার বর্ধমানে এসেছেন। তিনি দলের কার্যকর্তাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেছেন। ১৬ ফেব্রুয়ারি তিনি তালিতের সাঁইমাঠে সভা করবেন। তাঁর সভা নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল। উচ্চআদালতের হস্তক্ষেপে সেই জট কেটেছে। এক নেতা বলেন, ২০২১ সালের পর থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছু কার্যালয় বন্ধ হয়ে রয়েছে। সেগুলি আবার খোলার নির্দেশ দেওয়া হয়েছে।