সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার কাটোয়ার অজয়ের বাঁধ চত্বরে এসে স্থানীয় বধূদের উপর হামলা চালাল মালদহের এক যুবক। কাউকে মারধর করল, কাউকে বঁটি দিয়ে কাটতে গেল। পাড়ার যুবকরা এসে মারমুখী যুবককে বাগে আনে। অনেককে কামড়েও দিয়েছে ওই যুবক। শেষমেশ পাড়ার ছেলেরা ওই যুবককে ধরে পুলিসের হাতে তুলে দেয়।
ওই যুবক তার নাম জানিয়েছে রিঙ্কু নাদাব। বাড়ি মালদা টাউনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ জিনস, জামা পরিহিত ওই যুবককে কাটোয়া শহরে দেখা যায়। সে শহরের ৪ নম্বর ওয়ার্ডে অজয়ের বাঁধ সংলগ্ন এলাকায় সর্দার পাড়ায় যায়। অভিযোগ, সেখানে গিয়েই সে একের পর এক বধূদের দিকে তেড়ে যেতে থাকে। বেশ কয়েকজনকে মারধর করে। অর্চনা সর্দার বলেন, আমাকে হাতে মেরে ছুটে পালায়। মঞ্জু সর্দার বলেন, আমি বাড়িতে বসে সব্জি কাটছিলাম। আচমকা ওই যুবক আমার ঘরে ঢুকে পড়ে। তারপর আমাকে বঁটি দিয়ে কাটতে যায়। সুস্মিতা সর্দার বলেন, আমাকে ঢিল ছুঁড়ে মারে। সৌরভ সর্দার বলেন, আমি আটকাতে গেলে আমার হাতে কামড়ে দেয়। আমাদের দেখে মনে হল, ওই যুবক নেশাগ্রস্ত ছিল। ওর পকেটে অনেক ওষুধের প্যাকেট ছিল। কাটোয়া থানার পুলিস ওই যুবকে আটক করেছে।