দূষণের অভিযোগ তুলে কারখানার গেটে বিক্ষোভ জামুড়িয়ায়
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কারখানার দূষণ ধ্বংস করে ফেলছে গ্রামকে। এই অভিযোগ তুলে জামুড়িয়া থানার ধাসনা গ্রামের বাসিন্দারা শামিল হলেন বিক্ষোভে। শুক্রবার তাঁরা অভিযুক্ত বেসরকারি কারখানার তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, কারখানার দূষিত ধোঁয়ায় স্থানীয় মানুষরা অসুস্থ হয়ে পড়ছেন। ছোট থেকে বড় সকলেই আক্রান্ত হচ্ছেন নানান অসুখ-বিসুখে, বয়স্ক থেকে ছোট কেউই রেহাই পাচ্ছে না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও তারা কোনও ব্যবস্থা গ্রহণ না করায় বাসিন্দারা বিক্ষোভে শামিল হন।
এদিন এই বিক্ষোভ চলাকালীন কারখানার বোর্ড অব ডাইরেক্টরের সঙ্গে ভিডিও কলে বিক্ষোভকারীরা কথা বলেন। এর পরেই কারখানার আধিকারিক সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করেন। বিক্ষোভকারীদের দাবি, হয় দূষণ নিয়ন্ত্রণ করা হোক নতুবা গ্রামবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করুক কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শিবনাথ মুখোপাধ্যায়, শিউলি পাঠক, রেখা বিশ্বকর্মা রাজা জানান, বারংবার অভিযোগ জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ গুরুত্ব দেয় না, আর তার জেরে দূষণের সমস্যা থেকেই যায়। গ্রামবাসীরা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।