• লালবাগে গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও ১
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: লালবাগে সরকারি জমি দখল ঘিরে গত ২৮ জানুয়ারি দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হয়। ঘটনাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই গুলিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ থানার পুলিস। ধৃতের নাম আসগর শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ থানার রঞ্জিতপাড়ায়। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে সাতদিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক চারদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন। 
  • Link to this news (বর্তমান)