সংবাদদাতা, বহরমপুর: এইচআইভি পজেটিভ রোগীদের অবহেলা না করে তাঁদের সামাজিক মর্যাদা দেওয়ার জন্য ঢালাও প্রচার চালানো হয়। স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে এইডস আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। অথচ এইডস আক্রান্ত জানার পর সেই রোগীকে অপারেশনের টেবিল থেকে নামিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে অনেক সামাজিক কর্মী সরব হয়েছেন। তারপরেই অবস্থান বদল করে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী সোমবার ওই রোগীর অপারেশন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল অমিতকুমার দাঁ বলেন, রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। রোগীর পরিবারকে ডেকে তা মিটিয়েও নেওয়া হয়েছে। আগামী সোমবার ওই রোগীর অপারেশন করা হবে।
হাসপাতাল ও রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন খড়গ্রাম ব্লকের এইডস আক্রান্ত এক যুবক। বিভিন্ন পরীক্ষার পর রোগীর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। ওইদিন রাত ৯টা নাগাদ তাঁর অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। রোগীর পরিবারের দাবি, রোগী যে এইডস আক্রান্ত, সেটা আগেই স্পষ্ট করে জানানো হয়েছিল। কিন্তু অপারেশন থিয়েটারের কর্তব্যরত চিকিৎসক, নার্সরা এইডস আক্রান্ত শুনেই টেবিল থেকে নামিয়ে জানিয়ে দেন, অপারেশন করা হবে না। এই বলে ফিরিয়ে দেন। বুধবার পর্যন্ত রোগীকে বিনা চিকিৎসায় বেডে ফেলে রাখা হয়। গত বৃহস্পতিবার তাকে ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়। অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে বাড়ি যাওয়ার পথে রোগীর পরিবারের পাশে এসে দাঁড়ান মুর্শিদাবাদ পজেটিভ নেটওয়ার্ক। সংগঠনের সেক্রেটারি পিন্টু শেখ বলেন, এইডস আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এআরটি সেন্টার খোলা হয়েছে। একদিকে স্বাস্থ্যদপ্তর এইচআইভি পজেটিভ রোগীকে অবহেলা না করার প্রচার চালাচ্ছে। আবার সেই স্বাস্থ্যদপ্তরেই চূড়ান্ত অবহেলা ধরা পড়ল। পিন্টু শেখ খড়গ্রামের ওই যুবককে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যালের কাছে নিয়ে যান। সন্দীপবাবু বিষয়টি দেখার জন্য বিভাগীয় প্রোগ্রাম ম্যানেজারকে দায়িত্ব দেন। প্রোগ্রাম ম্যানেজার সরাসরি মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে জটিলতা কাটান। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের সঙ্গে কথা বলে আগামী সোমবার অ্যাপেন্ডিক্স অপারেশনের দিন ঠিক করে।