• শান্তিপুরে ২ বাইক চোর ধৃত
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: অভিযান চালিয়ে দুই বাইকচোরকে পাকড়াও করল শান্তিপুর থানার পুলিস। ধৃতরা হল বাবু শেখ ও মাহাবুল কারিকর। বাবু নবদ্বীপ থানার সাহেবনগরের বাসিন্দা। মাহাবুল শান্তিপুর থানার মুসলিমপাড়ায় থাকে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিস জানিয়েছে, সম্প্রতি শান্তিপুরে খোশগুল আলম মণ্ডল নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। তিনি থানায় লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে বাবু ও মাহাবুলের জড়িত থাকার কথা জানতে পারে পুলিস। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। শান্তিপুর সহ আশপাশের এলাকায় বাইক চুরির সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কিনা, তা পুলিস খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)