নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার বাঁকুড়া শহরের একটি আবাসনে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুর ১২টা নাগাদ শহরের পাঁচবাগা বাইপাসে এক মহিলা চিকিৎসকের ফ্ল্যাটে আগুন লাগে। ফ্ল্যাটের ব্যালকনিতে জ্বলন্ত ধূপ থেকে আগুন ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোয় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের এক আধিকারিক বলেন, ওই চিকিৎসক পরিবারের লোকজন ব্যালকনিতে থাকা বিগ্রহের সামনে ধূপ ধরিয়ে রেখেছিলেন। তা থেকেই কার্পেট সহ অন্যান্য সামগ্রীতে আগুন ধরে যায়। ঘটনাস্থল আমাদের দমকল কেন্দ্র থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে হওয়ায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।