• ইসলামপুর পুরসভা এলাকায় বছর না ঘুরতেই রাস্তা বেহাল
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর পুরসভা এলাকায় রাস্তা তৈরির এক বছর না ঘুরতেই তা বেহাল। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এমনই চিত্র সামনে এসেছে পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ায়। এক বছর আগে আশ্রমপাড়া মোড় থেকে আমবাগান কলোনি পর্যন্ত পিচের রাস্তা তৈরি করে পুরসভা। অভিযোগ ছ’মাস পর থেকেই রাস্তাটি ভাঙতে শুরু করে। এক বছরের মাথায় বহু জায়গায় পিচের চাদর অদৃশ্য। মাঝে মাঝে গর্ত তৈরি হয়েছে। মেরামতির জন্য ছ’মাস আগে রাস্তার একাংশ খোঁড়া হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে রাস্তার ধুলো বাসিন্দাদের বাড়িঘরে ঢুকছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। পুর কর্তৃপক্ষকে বারবার জানালেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এনিয়ে তাঁরা ক্ষুব্ধ। স্থানীয় বাসিন্দা আবসরপ্রাপ্ত শিক্ষক সঞ্জীব বাগচি বলেন, এক বছর আগেই রাস্তাটি নির্মাণ হয়েছিল। এর ছ’মাসের মধ্যেই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। এতটাই নিম্নমানের কাজ হয়েছিল যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বেহাল রাস্তার ধুলোর কারণে বাড়িঘরে টেকাই দায় হয়ে পড়েছে। সব সময় জানালা দরজা বন্ধ রাখতে হচ্ছে। রাস্তা মেরামতি নিয়ে একাধিকবার চেয়ারম্যানকে জানিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আশ্রমপাড়া মোড় থেকে আমবাগান পর্যন্ত ৬৫০ মিটার রাস্তা ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল। এক বছরের মধ্যেই রাস্তা বেহাল হয়ে পড়ায় ঠিকাদারের পরবর্তী কাজের বিল আটকে দিয়েছে পুর কর্তৃপক্ষ। রাস্তা মেরামতির জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা শঙ্খদীপ বাগচি বলেন, রাস্তাটি আমাবাগান এলাকায় বিহারের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এরাজ্যের পাশাপাশি বিহারেরও অনেক যানবাহন চলাচল করে। খনাখন্দে ভরা রাস্তায় মাঝেমাধ্যে দুর্ঘটনা ঘটছে। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ওই রাস্তা নির্মাণকারী ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। নতুন করে ২০০ মিটার রাস্তার টেন্ডার করা হয়েছে। ধাপে ধাপে টেন্ডার করে গোটা রাস্তাটিই ফের নির্মাণ করা হবে।  ধুলোয় ঢেকেছে ইসলামপুরের আশ্রমপাড়া রোড। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)