• ভ্যালেন্টাইনস ডে’তে ব্যাপক ভিড় মালদহের রেস্তরাঁয়, রায়গঞ্জে দেদার বিক্রি গোলাপের
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: ভ্যালেন্টাইনস ডে’তে চোখে পড়ার মতো ভিড় মালদহ শহরের বেশ কিছু রেস্তরাঁ ও ধাবায়। ছুটি থাকায় এদিন প্রিয়জনদের সঙ্গে পছন্দের মেনুর স্বাদ নিতে অনেক তরুণ তরুণীই বেছে নিয়েছেন রেস্টুরেন্টের আরামদায়ক আবহ। অন্যদিকে ভালোবাসা দিবসে অল্প বয়সি তরুণ তরুণীদের আকর্ষণ করতে বেশকিছু স্পেশাল খাবারের আয়োজন ছিল অনেক রেস্তরাঁতেই। পাশাপাশি ছিল দামে ছাড়ের পাশাপাশি কিছু ফ্রি উপহারও। তবে রেস্তরাঁর মোটা বিল যাঁদের সাধ্যের বাইরে তেমন অনেক প্রেমিক প্রেমিকাকে দেখা গিয়েছে পার্কে অথবা শহরের কাছাকাছি কোথাও গিয়ে একান্তে সময় কাটাতে।


    মধ্যবিত্ত বাঙালিদের মধ্যেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ভ্যালেন্টাইনস ডে। প্রিয় পুরুষ অথবা নারীর হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি একসঙ্গে ঘোরাঘুরির পাশাপাশি সুখাদ্যের আস্বাদ নেওয়ায় এই মুহূর্তে সাধারণ বিষয় হয়ে উঠেছে। মালদহ শহরের কেজে সান্যাল রোড, রবীন্দ্র অ্যাভিনিউ, ভবানী মোড় অথবা সুকান্ত মোড়ের বেশকিছু রেস্তরাঁয় এদিন ছিল প্রেমিক প্রেমিকাদের ভিড়। কেজে সান্যাল রোডের এক রেস্তরাঁ কর্তৃপক্ষ বলে, আমরা বিশেষ আয়োজন রেখেছিলাম প্রেমিক প্রেমিকাদের জন্য। মন ভালো করে দেওয়া মকটেল থেকে বিভিন্ন ধরনের কাবাব ছিল এদিনের মেনুতে। পাশাপাশি মোট বিলের উপরে ছাড়েরও ব্যবস্থা ছিল। রবীন্দ্র অ্যাভিনিউতে একটি রেস্তরাঁতে মধ্যাহ্নভোজ সেরে নেমে আসতে আসতে এক তরুণ-তরুণী বলেন, আমরা এই বিশেষ দিনটি একসঙ্গে সুন্দরভাবে কাটাতে নিজেরাই অর্থ জমিয়েছি। তা দিয়েই দুপুরে খাওয়াদাওয়া হল জমিয়ে। এবার একটি সিনেমা দেখে সন্ধ্যায় কেক খেয়ে বাড়ি ফিরব। দিনটি আমাদের কাছে সত্যিই স্পেশাল। অন্য এক তরুণ-তরুণী বলেন, আসলে রেস্তরাঁর পরিবেশ অনেকটা ভালো। পরিবারের সদস্যদের নজর এড়াতে রেস্তরাঁতে সময় কাটানো একটা ভালো বিকল্প। এদিন রায়গঞ্জ ও মালদহে ফুলের দামও ছিল চড়া। মালদহ শহরের এক ফুল বিক্রেতা বলেন, গোলাপ ফুল বিকিয়েছে ৩০ থেকে ৫০ টাকা দরে। লাল ছাড়া অন্য রঙের গোলাপের দাম ছিল আরও বেশি। তবে অল্প বয়সি ক্রেতারা খুব একটা আপত্তি করেননি চড়া দামে গোলাপ কিনতে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)