শিলিগুড়িতে পানীয় জলের পাইপ ফেটে ভাসছে বিভিন্ন এলাকা
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পানীয় জলের পাইপ ফেটে শিলিগুড়ি শহরের দীনবন্ধু মঞ্চ চত্বর ভাসছে। শুক্রবার সংশ্লিষ্ট এলাকার রাস্তায় একাংশে প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার সরবরাহ করা পানীয় জলের পাইপ ফেটে এমন বিপত্তি হয়েছে। শুধু ওই এলাকা নয়, প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটছে। তাতে কিছু এলাকায় বাড়িতে ঘোলাজল সরবরাহ হচ্ছে। আবার কিছু এলাকায় জল সঙ্কট দেখা দিয়েছে। পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, শহরে বিভিন্ন রাস্তা সংস্কার করছে পূর্তদপ্তর। এছাড়া রাস্তা খুঁড়ে গ্যাসের পাইপ লাইন এবং বিদ্যুতের তার পাতার কাজ চলছে। এরজেরে প্রতিদিনই বিভিন্ন এলাকায় জলের পাইপ ফাটছে। তা মেরামতও করা হচ্ছে। তবে দীনবন্ধু মঞ্চ এলাকার ঘটনা জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।