প্রধাননগরে ফুচকার দোকান বসানো নিয়ে মারপিট, জখম ৪
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রতিবেশী দুই পরিবারের মধ্যে মারপিটে এক মহিলা সহ জখম হলেন চারজন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার রাজীবনগরে। ফুচকার দোকান বসানো নিয়ে বিরোধের জেরে সেই ঘটনা। শুক্রবার এ নিয়ে দু’পক্ষই থানায় অভিযোগ জানিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। ওইদিন বিকেলে শালবাড়িতে ফুচকার দোকান বসানো নিয়ে রাজীবনগরের দুই বাসিন্দা পঙ্কজ কুমার ও প্রমোদ মহাতর মধ্যে ঝামেলা হয়। সেই ঘটনার জেরে রাতে উভয়পক্ষের মধ্যে বাঁশ ও লাঠি নিয়ে খণ্ডযুদ্ধ বাঁধে বলে অভিযোগ। এই ঘটনায় পঙ্কজের স্ত্রী সহ উভয়পক্ষের চারজন জখম হন। স্থানীয় হাসপাতালে তাঁরা প্রাথমিক চিকিৎসা করান। পঙ্কজের অভিযোগ, তাঁর জায়গা দখল করে ফুচকার দোকান বসানোর চেষ্টা করে প্রমোদ। পাল্টা প্রমোদের জামাইবাবু সুরেশ মাহাতর অভিযোগ, প্রমোদকে ফুচকার দোকান বসাতে দিচ্ছিল না পঙ্কজ। প্রধাননগর থানার পুলিস জানিয়েছে, ওই ঘটনা নিয়ে দু’পক্ষই অভিযোগ করেছে। খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।