সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-২ পঞ্চায়েতে ফের খড়ের গাদায় আগুন লাগে। বৃহস্পতিবার রাতে মধ্য কামাখ্যাগুড়ির বাসিন্দা অনিল রাভার বাড়ির খড়ের গাদায় রহস্যজনকভাবে আগুন ধরে যায়। এই নিয়ে গত আড়াই মাসে কামাখ্যাগুড়ির ৭-৮টি বাড়ির খড়ের গাদায় আগুন লাগার ঘটনা সামনে এল। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে বলে বাসিন্দাদের অনুমান। শুক্রবার মধ্য কামাখ্যাগুড়িতে অনিল রাভার বাড়িতে গিয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন বিজেপির প্রতিনিধিদল। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাত, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য দেবেশ বর্মন সহ অন্যরা এই দলে ছিলেন। মধ্য কামাখ্যাগুড়ি ছাড়াও দক্ষিণ কামাখ্যাগুড়ির খড়ের গাদায় আগুন লাগার ঘটনার খোঁজখবর নেয় প্রতিনিধিদল। বিজেপির জেলা সম্পাদক বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবি। তাই কমবেশি সবার বাড়িতেই খড়ের গাদা রয়েছে। কিন্তু, আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে, গভীর রাতে কেউ বা কারা দক্ষিণ কামাখ্যাগুড়ি, মধ্য কামাখ্যাগুড়ির মতো এলাকায় থাকা কয়েকটি বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দিচ্ছে। এতে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। আমরা দাবি রাখছি, পুলিস ও প্রশাসন এলাকায় নজরদারি চালাক এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করুক। দুই একদিনের মধ্যে আমরা কামাখ্যাগুড়ি ফাঁড়িতে গিয়ে পুলিসের সঙ্গেও কথা বলব।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আতঙ্কে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। কখন বাড়ির খড়ের গাদায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়, এই দুশ্চিন্তা তাড়া করছে। পুলিস এই বিষয়ে ব্যবস্থা নিক। পুলিস জানিয়েছে, আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কেউ যুক্ত থাকলে, ব্যবস্থা নেওয়া হবে।