সংবাদদাতা, শিলিগুড়ি: চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে ফের জটিলতা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত এই কর্মীরা জানুয়ারি মাসের বেতন ১১ ফেব্রুয়ারি পর্যন্ত না পেয়ে আন্দোলনে নামেন। তারপর ঠিকাদার বেতন দেওয়া শুরু করলেও কুড়িজন কর্মীর বেতন আটকে যায়। প্রতিমাসে বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কর্মীরা বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিমাসেই বেতন পেতে অনুনয়-বিনয় ধর্না, অবস্থান করতে হচ্ছে এই কর্মীদের। বেতন নিয়ে সমস্যা হওয়ায় চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্যার স্থায়ী সমাধানের জন্য ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অস্থায়ী কর্মীরা জোরদার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন।
ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠনের নেত্রী প্রতিমা চক্রবর্তী বলেন, জানুয়ারির বেতন এই মাসে ১১ তারিখ পর্যন্ত আমারা পাইনি। তারপর আমরা বিষয়টি সুপারের নজরে আনি। তিনি আমাদের ঠিকাদার সংস্থার স্থানীয় আধিকারিকের সঙ্গে কথা বলতে বলেন। তারপর বেতন দেওয়া শুরু হয়। তবে কুড়িজনের বেতন এখনও আটকে রয়েছে। কেন বারবার কর্মীদের বেতন দিতে ঠিকাদার সংস্থা এই টালবাহানা করছে, আমরা বুঝতে পারছি না। অথচ আমরা সারা মাস নিয়মমতো কাজ করছি। কাজকরেও ঠিকমতো বেতন না পেয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল আমাদের ডেকেছেন। আলোচনার পর আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব।
এই ব্যাপারে হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক আগেই বলেছেন, বিষয়টি ঠিকাদার সংস্থার। ঠিকাদার কেন সময় মতো বেতন দিচ্ছেন না, তা স্বাস্থ্যদপ্তরে বারবার জানানো হয়েছে। তারপরও কেন ঠিকাদার এরকম করছে, আমরা সমস্যাটি আবার স্বাস্থ্যদপ্তরে জানাব।