দুধিয়ার বালাসনে স্নান করতে নেমে মৃত্যু অষ্টমের ছাত্রের
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বাগডোগরা: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল অষ্টমশ্রেণির ছাত্রের। বৃহস্পতিবার দুধিয়ায় ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রের নাম রেহান পরি(১১)। তার মৃত্যুতে পাহাড়ি গ্রামে শোকের ছায়া নেমেছে। স্থানীয় সূত্রে খবর, পড়াশোনায় মেধাবী ছিল এই ছাত্রটি। বৃহস্পতিবার স্কুল ছুটি থাকায় কয়েকজন বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে সামান্য দূরে দুধিয়ার বালাসন নদীতে স্নান করতে নামে সে। তবে নদীর মাঝে চলে যাওয়ায় স্রোতে তলিয়ে যেতে থাকে। বন্ধুরা দৌঁড়ে গিয়ে খবর দিলে পরিবারের লোকজন সহ স্থানীয়রা ছুটে আসে। কিছুক্ষণ পর নদী থেকে ছাত্রটির দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে দেহটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে তুলে দেওয়া হয়। নাবালকের মৃত্যুতে শোকে পাথর হওয়ার অবস্থা পরিবারের লোকজনের। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।