• ট্রেন যাত্রীদের হেনস্তা, হকার-আরপিএফ বিবাদ ধূপগুড়িতে
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: হকারদের রেল পুলিসের জরিমানা করা নিয়ে ধূপগুড়ি রেল স্টেশনে শুক্রবার হকার-আরপিএফের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, হকারদের নানাভাবে হেনস্তা করা হয়েছে। যদিও হেনস্তার বিষয়টি অস্বীকার করেছে আরপিএফ। হকারদের সূত্রে জানা গিয়েছে, এদিন অরণী এক্সপ্রেসের কোনও যাত্রী ১৩৯ নম্বরে অভিযোগ করেন ট্রেনে কয়েকজন হকার তাঁদের হেনস্তা করছে। অভিযোগ পেয়ে আরপিএফ অভিযান চালায় এবং ধূপগুড়ির স্টেশনের কাছে এসি কোচ থেকে চারজন হকারকে ধরে। তাদের জরিমানা করতে গেলেই শুরু হয় ঝামেলা। পরবর্তীতে বিভিন্ন স্টেশনের হকাররা ধূপগুড়ি স্টেশনে জোড়ো হয়ে বিক্ষোভ দেখান। যদিও রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এক আধিকারিক আদিত্যকুমার মিনা বলেন, যাত্রী হেনস্তার অভিযোগ পেতেই এসি কোচ থেকে চারজন হকারকে ধরা হয়। তাদের ধূপগুড়ি স্টেশনে নামিয়ে ফাইন করতে গেলেই অন্য হাকাররা এসে বিবাদ শুরু করেন। পরবর্তীতে বিষয়টি মিটিয়ে নেন। ধূপগুড়ির রেল হকার ইউনিয়নের সভাপতি সফিয়ার রহমান বলেন, এসি কোচ থেকে আটজন হকারকে বিনা দোষে আরপিএফ আটক করে। তাদের মধ্যে চারজনকে জরিমানা করতে গেলে বাধা দিই। মাঝেমধ্যেই হকারদের নানাভাবে হেনস্তা করে আরপিএফ। আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি মিটিয়ে নিয়েছি।
  • Link to this news (বর্তমান)