ফুলবাড়ি ক্যানেলে দূরবীণে চোখ রেখে পরিযায়ী পাখি চিনল পড়ুয়ারা
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: প্রজাতির সংখ্যা না বাড়লেও প্রতিবছরই ফুলবাড়িতে পরিযায়ী পাখির সংখ্যা বাড়ছে। এবারও ছ’হাজারের বেশি পাখি এসেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে। পরিযায়ী পাখি দেখার জন্য এই ব্যারেজে পর্যটকদের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার একটি আদর্শ কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু সেই মতো এখনও ফুলবাড়ি ব্যারেজ এলাকাকে সংরক্ষণ ও পাখি বিতান তৈরির উদ্যোগ নেওয়া হয়নি বলে মনে করেন পক্ষী বিশেষজ্ঞরা। আগামী প্রজন্মকে পাখি ও পরিবেশের সঙ্গে পরিচিত করতে হলে এ ধরনের পরিযায়ী পাখিদের আবাসস্থলকে সংরক্ষিত করে পরিকল্পিতভাবে গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রত্যেক বছরের মতো এবারও স্কুলের ছেলেমেয়েদের নিয়ে এখানে পরিযায়ী পাখিদের সঙ্গে পরিচয় ঘটাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটি। শুক্রবার ফুলবাড়ি ব্যারেজে শিলিগুড়ি মহকুমার ছ’টি স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়াকে দূরবীণের সাহায্যে পরিযায়ী পাখিদের সঙ্গে পরিচয় করানো হয়। প্রত্যেকটি পাখি সম্পর্কে তাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া হয়।
উদ্যোক্তাদের তরফে দেবর্ষি ভট্টাচার্য বলেন, ফুলবাড়ি ব্যারেজকে কেন্দ্র করে প্রায় চার বর্গ কিমি এলাকা নিয়ে পরিযায়ী পক্ষীনিবাস গড়ে উঠেছে। তাতে প্রতিবছরই প্রায় একশো প্রজাতির পাখি আসছে। ব্যারেজ এলাকায় পিকনিক বন্ধ করা হয়েছে। কিন্তু চার বর্গ কিমি এলাকাজুড়ে পরিযায়ী পাখিদের এই আবাসস্থল। তাতে সব জায়গায় নজরদারি বা পিকনিক বন্ধ সহ অন্যান্য বিধিনিষেধ এখনও লাগু করা হয়নি। এতে আগামী দিনে এখানে পরিযায়ী পাখির সংখ্যা কমতে পারে। আশা করব, প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ করবে। তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে পাখিদের সঙ্গে পরিচয় করিয়ে পাখি সংরক্ষণের সচেতনতা গড়ে তোলার জন্যই আমরা প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকি। এবারও সেই মতো এদিন আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রজাতির পাখি চাক্ষুষ করিয়ে তাদের সম্পর্কে নানা ধরনের তথ্য তুলে ধরেছি। ছাত্রছাত্রীরাও এতে খুশি।