সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার গভীর রাতে মালব্লকের ওদলাবাড়ি গ্রামপঞ্চায়েতের গজলডোবা কাঁটাঘর এলাকায় আলু খেত পাহাড়া দিতে গিয়ে হাতির আক্রমণে দুজন জখম হয়েছেন। ওই এলাকায় মাঝেমধ্যে আলুখেতে হানা দেয় হাতি। আলু খেয়ে, পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। তাই নিজেদের আলুখেত বাঁচাতে গভীর রাত আড়াইটা নাগাদ কাঁটাঘর এলাকার বাসিন্দা পরিমল মণ্ডল(৫০) এবং ভাইপো অপু মণ্ডল(২৬) পাহাড়া দিচ্ছিলেন। তারা সম্পর্কে কাকা-ভাইপো। সেই সময় পার্শ্ববর্তী তারঘেরা রেঞ্জের আপালচাঁদ জঙ্গল থেকে একটি বুনো হাতি বেড়িয়ে পিছন থেকে তাদের দু’জনকে ধরে ফেলে। ধরেই শুঁড় দিয়ে ছুড়ে ফেলে দেয়। তাদের আর্তনাদ শুনে বাসিন্দারা এসে হাতিটিকে তাড়িয়ে দু’জনকে উদ্ধার করে মালসুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।