• বিদেশ ভ্রমণ করলেও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী, তোপ চন্দ্রিমার
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার তিনি শিলিগুড়িতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বিদেশে গেলেও তিনি মণিপুরে একবারও যাননি। সেখানকার অশান্তি মেটানোর ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। একইসঙ্গে বাংলায় আরএসএসের ভূমিকাকে পাত্তা দিতে নারাজ অর্থমন্ত্রী। তাঁর প্রত্যয়ী বক্তব্য, ওদের অবস্থা নিয়ে ভাবছি না। চতুর্থ বারের জন্য বাংলায় ফের ক্ষমতায় আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। 


    মহিলা ভোটব্যাঙ্ক অটুট রাখতে রাজ্যজুড়ে ‘আলাপচারিতা’ কর্মসূচি করছেন অর্থমন্ত্রী। তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী। আজ, শনিবার ইসলামপুরে এই কর্মসূচি করবেন। এজন্য শুক্রবার দুপুরে শিলিগুড়ি এসেছেন। শহরের পিডব্লুডি বাংলোতে উঠেছেন। এদিন এখানেই মণিপুর ইস্যুতে তিনি ক্ষোভ উগরে দেন। 


    অর্থমন্ত্রী বলেন, বিজেপি চেয়েছে বলেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। ওদের দল চেয়েছে বলেই সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কিন্তু অনেকদিন ধরেই মণিপুর অশান্ত। সেই অস্থিরতা মেটানোর জন্য কেন্দ্রের তরফে কিছুই করা হয়নি। সময় বের করে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনের জন্য বিদেশ ভ্রমণ করতে পারলেও সেই রাজ্যে এখন পর্যন্ত যাননি।  


    এদিকে, কলকাতায় সভা করছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এমন প্রেক্ষাপটে আরএসএসের সক্রিয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী বলেন, ওরা কি অবস্থায় আছে জানা নেই। একইসঙ্গে সচিত্র ভোটার তালিকা নিয়ে সংগঠনের নেত্রী ও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, দলনেত্রী বিষয়টি নিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই মতো আমাদের সংগঠনও বিষয়টিতে নজর রাখছে।
  • Link to this news (বর্তমান)