• মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: কোচবিহার শহরের প্রধান রাস্তার ধরে থাকা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি করে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার লোকনাথ মন্দিরে। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় শহরে। 


    শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখেন, লোকনাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে পড়ে রয়েছে। পরে মন্দির কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে তারা এসে সমস্ত কিছু দেখে পুলিসে খবর দেয়। পরে পুলিস এসে বিস্তারিত শুনেন ও সিসিক্যামেরার ফুটেজ দেখে। 


    এবিষয়ে মন্দির কমিটির এক সদস্য বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে মন্দিরে তালা দেওয়া ছিল। আমরা সকালে এসে দেখে মন্দিরের প্রণামী বাক্স ভাঙা এবং টাকা পয়সাও নেই। পরে আমরা সিসিক্যামেরার ফুটেজ দেখে জানতে পারি, ভোরের দিকে কেউ এসে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে চলে যাচ্ছেন। পরে পুলিসকে খবর দেওয়া হয়। কোতোয়ালী থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)