• পদ্ম শিবিরের নেতার বাড়ির পিছন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: বিজেপি নেতার বাড়ির পিছন থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মধ্যশীতলকুচি গ্রামে। গোটা বিষয় নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। এই সুযোগে বিজেপিকে বিঁধতে ছাড়ছে না তৃণমূল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে অবৈধ গাঁজাচাষ রুখতে মধ্য শীতলকুচি গ্রামে অভিযানে নামে শীতলকুচি থানার পুলিস। শীতলকুচি ৬ নম্বর মণ্ডল শক্তিকেন্দ্র প্রমুখ প্রহ্লাদ দাসের বাড়ির পিছনের গাঁজা খেত কাটতে যায় পুলিস। সে সময় কাপড়ের ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্রটি পুলিসের নজরে আসে। যদিও পুলিসকে দেখে আগেই পালিয়ে যায় বিজেপি নেতার পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙা এসডিপিও সমরেন হালদার, শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন। বিজেপি নেতার বাড়ির পিছনে আগ্নেয়াস্ত্র ও গাঁজা চাষ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ। তিনি জানান, এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করতে ওই বিজেপি নেতা আগ্নেয়াস্ত্র মজুত করেছিল। বিজেপি নেতার বাড়িতে অবৈধ গাঁজা চাষ হবে এটাই স্বাভাবিক। যদিও, বিজেপির শীতলকুচি বিধানসভার কো-কনভেনর কনকচন্দ্র বর্মন বলেন, গাঁজা চাষ বিজেপি কোনভাবেই প্রশ্রয় দেয় না। কেউ ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই আগ্নেয়াস্ত্র রাখতে পারে। পুলিস নিরপেক্ষভাবে তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে।


    এসডিপিও সমরেন হালদার জানান, একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)