নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নতুন রেকর্ড সোনার। শুক্রবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম যায় ৮৬ হাজার ৭৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সেক্ষেত্রে দর আরও অনেকটাই বাড়বে। গত বৃহস্পতিবার দামে বড় লাফ দিয়ে ৮৬ হাজার ৩০০ টাকায় পৌঁছয় হলুদ ধাতু। ফের একদিনের ব্যবধানে ৪৫০ টাকা দাম বেড়েছে সোনার। একই সঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। এদিন এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৮২ হাজার ৪৫০ টাকা। সোনার সঙ্গেই এদিন বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ৯৮ হাজার ৫০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে প্রায় ২ হাজার টাকা।