ডুবন্ত জাহাজ থেকে ছড়াচ্ছে ডিজেল, ঝাঁঝালো গন্ধে অতিষ্ঠ দ্বীপবাসী
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবতে শুরু করেছে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি সি ওয়ার্ল্ড’। জাহাজে ফাটল ধরায় সেটি প্রায় দু’ভাগ হয়ে গিয়েছে। জাহাজের বড় অংশই এখন জলের তলায়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পণ্যবাহী জাহাজটি মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে যায়। বেলার দিকে ভাটা শুরু হলে নদীর জল কমতে শুরু করে। বিকেলের পর জাহাজের মাঝখানে ফাটল ধরে। জল ঢুকতে শুরু করে। পরে জাহাজটি মাঝখান থেকে প্রায় দু’ভাগ হয়ে যায়। শুক্রবার নৌকায় করে মেশিন নিয়ে গিয়ে জাহাজে ঢুকে যাওয়া জল ছেঁচে বাইরে ফেলার চেষ্টা হয়। যাতে জাহাজের মূল যন্ত্রাংশগুলি রক্ষা করা যায়।
এদিকে, জাহাজ থেকে ছেঁচে জল বাইরে ফেলার কাজ শুরু হতেই মোবিল ও ডিজেলের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘোড়ামারার চুনপিড়ি গ্রামের বাসিন্দারা নাক জ্বালা করা সেই গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাঁদের দাবি, জাহাজটিকে এখনই উদ্ধার করে নিয়ে যাওয়া হোক। এটি ডুবে গেলে বড়সড় সমস্যা তৈরি হবে। কারণ ওই জাহাজে ছাই ভর্তি রয়েছে। ওই ছাই যদি নদীর জলে মিশে যায় তাহলে দূষণ ছড়াবে। নদীর গতিপথেও বাধা তৈরি হবে। ঘোড়ামারা দ্বীপের বাসিন্দা মদন মাইতি বলেন, ‘অতীতে এই দ্বীপ থেকে কিছুটা দূরে দু’টি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল। সেই দু’টি জাহাজকে নদী থেকে তোলা যায়নি। ওই এলাকাটিকে চিহ্নিত করে রাখা হয়েছে। বাংলাদেশের এই জাহাজটিও যদি ডুবে যায়, তাহলে আরও সমস্যা তৈরি হবে।’ তবে পণ্যবাহী জাহাজের ১২ জন নাবিককে উদ্ধার করে সাগরের একটি ফ্লাড শেল্টারে রাখা হয়েছে। সাগরের বিডিও কানাইয়া কুমার বলেন, ‘জাহাজের সব নাবিক সুস্থ রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।’