বাউড়িয়ায় ট্রেনের ধাক্কায় চুরমার বাইক, প্রাণে বাঁচলেন ২ আরোহী
বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: বন্ধ লেভেল ক্রসিংকে পাশ কাটিয়ে বাইক নিয়ে রেললাইন পারাপারের চেষ্টা করছিলেন দুই যুবক। কিন্তু লাইনের মাঝখানে বাইকের চাকা আটকে যায়। ততক্ষণে প্রায় নাগালের মধ্যে চলে আসে হাওড়ামুখী ট্রেনটি। শেষমেশ প্রাণে বাঁচতে বাইক ফেলে কোনওক্রমে সরে আসেন চালক। পিছনের সিটে বসা আরোহী অবশ্য আগেই নেমে গিয়েছিলেন বাইক থেকে। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাইকটি। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনের পশ্চিম বাউড়িয়া লেভেল ক্রসিংয়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ট্রেন চলে আসায় পশ্চিম কেবিনের কাছে লেভেল ক্রসিংয়ের গেট পড়েছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বেলা ১২টা ১০ মিনিট নাগাদ দুই যুবক বাইক নিয়ে বন্ধ লেভেল ক্রসিংকে পাশ কাটিয়ে রেললাইনে উঠতে চেয়েছিলেন। সেই সময় রেললাইনের ফাঁকে আটকে যায় বাইকের চাকা। অনেক চেষ্টা করেও চালক বাইকটিতে সরাতে পারেননি। ততক্ষণে একেবারে সামনে চলে আসে ট্রেন। ওই যুবক কোনওক্রমে লাইন থেকে সরে আসতে পারলেও তাঁর বাইকটি চুরমার হয়ে যায় ট্রেনের ধাক্কায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দা ও রেল পুলিসের কর্মীরা। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন লেভেল ক্রসিংয়ে গেট পড়ে থাকলেও বহু মানুষ ঝুঁকি নিয়ে লাইন পারাপার করেন। ক্রসিং বারের নীচে দিয়ে ঘাড় নিচু করে সাইকেল, বাইক নিয়েও যাতায়াত করেন অনেকে। এই ঝুঁকির কারণেই দুর্ঘটনা ঘটেছে এদিন। নিজস্ব চিত্র