• জোকা ইএসআইয়ে বস্তার ভিতর গোসাপের দেহাংশ, তদন্তে পুলিস
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সাতসকালে জোকা ইএসআইয়ের ভিতর বস্তা থেকে চুঁইয়ে বের হচ্ছিল রক্ত। নিমেষে চাঞ্চল্য ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে। হাসপাতালে সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিস। রক্তমাখা বস্তার ভিতর থেকে উদ্ধার হয় কয়েকটি মাংসপিণ্ড। প্রাথমিক তদন্তে পুলিস জানায়, কোনও জীবজন্তুর দেহাংশ ফেলে রাখা হয়েছে সেখানে। দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠায় ঠাকুরপুকুর থানার পুলিস। রিপোর্ট আসতেই দেহাংশ উদ্ধারের রহস্যের কিছুটা স্পষ্ট হয়। ডেপুটি কমিশনার (সাউথ ওয়েস্ট ডিভিশন) রাহুল দে বলেন, রিপোর্ট অনুযায়ী দেহাংশটি একটি গোসাপের। জোকা ইএসআইয়ের ভিতরে আরেকটি জায়গায় আরও বেশ কিছু দেহাংশ মিলেছে। কোনও ধারালো অস্ত্র দিয়ে জীবন্ত অবস্থায় সরীসৃপটিকে কাটা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, হত্যা করা হয়েছে ওই গোসাপটিকে। ইএসআই হাসপাতাল চত্বরে কে বা কারা এই দেহাংশ ফেলে গেল? সবটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  
  • Link to this news (বর্তমান)