• শিয়ালদহে অগ্নিদগ্ধ ১০টি দোকানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে ব্রিজের নীচে ছিল একাধিক ফলের দোকান। দোকান বললে ভুল হবে, আসলে রাস্তা দখল করেই ব্যবসা করেন তাঁরা। শুধু ফলের দোকান নয়, রয়েছে একাধিক খাবারের দোকানও। বৃহস্পতিবার রাতে সেখানেই আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সব মিলিয়ে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুক্রবার, ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, দোকানিরা মাথায় হাত দিয়ে বসে। অকুস্থল ঘিরে রেখেছে পুলিস। আগুনের কারণ সন্ধান করতে এদিন ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। যেহেতু রেলের জমি দখল করে এই দোকানগুলি গড়ে উঠেছে, তাই এই দোকানিদের ভবিতব্য কী, তা এখনও স্পষ্ট নয়। এদিন সেখানে গিয়েছিলেন স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায়, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শচীন সিং, বিধায়ক অশোক দেব প্রমুখ। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন। প্রশাসনিক সূত্রে খবর, গোটা এলাকাটি রেলের জমি। সেখানে জবরদখল করে এই হকাররা দোকান বসিয়েছিলেন। এখন আগুন লাগার পর সেই দোকানদারদের কী হবে, তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আপাতত, ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করলে এই জায়গাটি সাফ করা হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)