নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ। সার্ভে পার্ক থানা এলাকার ঘটনা। অভিযোগ, মেশিন থেকে টাকা না বের হলেও ১ লক্ষ পাঁচ হাজার টাকা ডেবিট হওয়ার মেসেজ আসে গ্রাহকের ফোনে। এরপরেই সার্ভে পার্ক থানায় অভিযোগ করেন ওই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই ব্যক্তির এটিএম কার্ড আচমকাই আটকে যায় মেশিনে। তিনি ২৫ হাজার টাকা তোলা চেষ্টা করছিলেন। তিনি হাতে সেই টাকা না পেলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এরপরেই এটিএমে লেখা কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেন ওই গ্রাহক। পুলিসের দাবি, ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরের উপরে অন্য একটি নম্বর সাঁটা ছিল। কিন্তু, সেই নম্বর কোথা থেকে এল তা রহস্য। এরপরেই গ্রাহকের মোবাইল নম্বরে পরপর দু’টি মেসেজ আসে। তাতে তিনি দেখেন, প্রথমে ২৫ হাজার, পরে ৮০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। পুলিসের অনুমান, কোনও কারণে মেশিনে সমস্যা হয়েছে। তার জেরে এই ঘটনা। অথবা কোনও সাইবার জালিয়াতির চক্র আঁঠা দিয়ে কার্ড ঢোকনোর জায়গাটি ব্লক করে দেয়। এরপরেই ওই কাস্টমার কেয়ার নম্বরের জায়গা নিজেদের নম্বর দিয়ে গ্রাহকের তথ্য চুরি করে জালিয়াতরা টাকা হাতিয়েছে।