• প্রশ্নের মুখে কলকাতা পুলিসের টাস্ক ফোর্স
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি আগ্নেয়াস্ত্র সহ উত্তরপ্রদেশের পাঁচ যুবক ধরা পড়ার ঘটনায় ব্যাঙ্কশাল আদালতে প্রশ্নের মুখে পড়তে হল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সকে। আদালত জানায়, কেস ডাইরিতে উল্লেখ রয়েছে, ধৃতদের জেরা করে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্রের ডিলারদের হদিস মিলেছে। কিন্তু তারা কেউ ধরা পড়েনি। আদালত বলে ডিলারদের ধরতে।  প্রসঙ্গত, এই পাঁচ যুবক শিয়ালদহ এলাকা থেকে কিছুদিন আগে ধরা পড়ে।
  • Link to this news (বর্তমান)